• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে ৫ হাজার ৫ শত ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
লক্ষ্মীপুরে ৫ হাজার ৫ শত ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক 
লক্ষ্মীপুরে ৫ হাজার ৫ শত ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক 

 .

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার ৫ শত ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাতে পৌরসভার উত্তর স্টেশন এলাকায় মোজাম্মেল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ হোসেন।.

 .

আটকরা হলেন— কক্সবাজারের টেকনাফ বাহারছড়ি এলাকার নুরুল আফসার, বদিউজ্জামান ও আবদুল্লাহ।.

 .

অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকরা প্রথমে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও এক্সরে পরীক্ষায় তাদের পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে চিকিৎসকের সহায়তায় ঔষধ প্রয়োগের মাধ্যমে পায়খানার সঙ্গে শরীর থেকে ৫ হাজার ৫ শত ইয়াবা উদ্ধার করা হয়।.

 .

তিনি আরও জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ